ভবিষ্যৎ পরিকল্পনা

হারুণ মোল্লা ডিগ্রি কলেজে ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ,বিএস.এস (পাস) কোর্স চালু করা হবে এবং বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ে অর্নাস কোস চালু করার পরিকল্পনা আছে সেই সাথে প্রফেশনাল বিবিএ প্রোগ্রাম চালু করার পরিকল্পনা আছে।
\r\n