আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

 ২০০৪ সালে মরহুম হারুণ আল রশিদ মোল্লা ( সাবেক সংসদ সদস্য বৃহত্তর ঢাকা) স্যারের নামের স্মরণে  হারুণ মোল্লা কলেজ টি প্রতিষ্ঠিত হয়। কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমতি ও স্বীকৃতি প্রাপ্ত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত। হারুণ মোল্লা কলেজের CODE-1081, EIIN : 131878।  হারুণ মোল্লা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোড-৬৬৩০। হারুণ মোল্লা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচ.এস.সি ও ডিগ্রি প্রোগ্রাম চালু আছে বাউবি কোড-৯৩৭। হারুণ মোল্লা কলেজটি ২০০৪ সালে থেকে অধ্যবদি সুনামের সাথে ঢাকা মহানগরীর মধ্যে িএকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। হারুণ মোল্লা কলেজে এইচ.এ.সি তে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএস(পাস) কোর্স চালু আছে। হারুণ মোল্লা কলেজে, একজন দক্ষ অধ্যক্ষ স্যার,উপাধ্যক্ষ(ভারপ্রাপ্ত) স্যার, একদল প্রশিক্ষণ প্রাপ্ত সহযোগী অধ্যাপক, সহকরী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ দ্বারা পাঠদান পরিচালনা করা হয়। এখানে আছে সুশিক্ষিত গর্ভনিং বডি যাদের সুদক্ষ পরিচালনায় কলেজটি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। কলেজে বর্তমানে প্রায় ২০০০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। 

\r\n